
নিউজ ডেস্ক: শাকিব খানের সঙ্গে চারটি ছবি মুক্তি পেয়েছে তার—‘হিরো দ্য সুপারস্টার’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজাবাবু’ ও ‘রাজত্ব’। মুক্তির অপেক্ষায় ‘নোলক’। এবার নতুন আরেকটি ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে ইয়ামিন হক ববিকে—ইফতেখার চৌধুরীর ‘জঙ্গী’। কলকাতা থেকে ‘রক্তমুখী নীলা’ ছবির শুটিং শেষ করে ঢাকায় ফিরে খবরটি জানালেন ববি। মার্চেই শুটিং।
ববি বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আমার প্রতিটি ছবি সুপারহিট ব্যবসা করেছে। দর্শক আমাদের পর্দা রসায়ন খুব পছন্দ করে। অ্যাকশন ঘরানার এই ছবি নির্মিত হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। পাণ্ডুলিপি হাতে পেয়েছি। গল্পটা বেশ জমজমাট। শেষ দৃশ্যের আগে দর্শক বুঝতেই পারবে না কী ঘটতে যাচ্ছে।’
পরিচালক ইফতেখার বলেন, ‘এখন ছবিটির প্রি-প্রডাকশনের কাজ নিয়ে ব্যস্ত আছি। অ্যাকশন ঘরানার হওয়ায় অনেক কিছু ভেবে শুটিংয়ে নামতে হচ্ছে। বেশ কয়েকটি দৃশ্যে ভিএফএক্সের কাজ করতে হবে। সেগুলোরও প্রস্তুতি নিচ্ছি।’