
নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরায় একজনকে আটক করে র্যাব সদস্যরা।
বুধবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাবের উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এএমএম জাহিদুল কবীর জানান, মঙ্গলবার রাতে জেলার স্টেডিয়াম এলাকা থেকে ইশতিয়াক হোসেন আহমেদ ইয়াকুবকে তারা আটক করে।
আটক ইয়াকুব (১৮) রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটপাড়া গ্রামের নূর আলম নান্টুর ছেলে। ইয়াকুব পলাশপোল এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন।
সংবাদ সম্মেলনে জাহিদুল বলেন, আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির জন্য ফেইসবুকে একটি গ্রুপ তৈরি করে স্ট্যাটাস দিত ইশতিয়াক। ‘পরে আগ্রহীরা ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে ইশতিয়াক তাদের বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলতেন। প্রলোভনে পড়ে অনেকেই মোটা অংকের টাকায় ওই ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করতো।’
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াকুবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে র্যাবের এ কর্মকর্তা জানান।