
নিউজ ডেস্ক: চলমান বিপিএলে যেন হ্যাটট্রিকের ধুম পড়েছে। গেল বুধবার শেষ হয়েছে চট্টগ্রাম পর্ব। এখন পর্যন্ত তিনটি হ্যাটট্রিক হয়ে গেছে। সবশেষ হ্যাটট্রিক করেছেন ঢাকা ডায়নামাইটসের আন্দ্রে রাসেল। চিটাগং ভাইকিংসের বিপক্ষে হ্যাটট্রিক করেন এ ক্যারিবিয়ান। এবারের আসরে এটি তৃতীয় এবং সবমিলিয়ে বিপিএল ইতিহাসে পঞ্চম হ্যাটট্রিক।
এবারের আসরে দ্বিতীয় হ্যাটট্রিক করেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। প্রতিপক্ষ ছিল খুলনা টাইটানস। ফ্র্যাঞ্চাইজিভিত্তি ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ষষ্ঠ আসরে প্রথম হ্যাটট্রিক করেন ঢাকা ডায়নামাইটসের অফস্পিনার আলিস আল ইসলাম। এ টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচেই রংপুর রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।
সব মিলিয়ে বিপিএলে ইতিহাসে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে পাঁচটি। গেল পাঁচ আসরে ছিল মাত্র দুটি। এবার চট্টগ্রাম পর্ব শেষ হতেই হয়েছে তিনটি। আরও দু’একটি হলেও হতে পারে।
বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেন দুরন্ত রাজশাহীর হয়ে খেলা পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ সামি। এ লিগের প্রথম আসরে হ্যাটট্রিক করেন তিনি। পরের আসরে এর মুখ দেখেনি বিপিএল। এরপর তৃতীয় আসরে টাইগার পেসার আল-আমিন হোসেন সিলেট সুপার স্টার্সের বিপক্ষে বরিশাল বুলসের হয়ে হ্যাটট্রিক করেন। চতুর্থ ও পঞ্চম আসরেও এর দেখা মেলেনি।