
নিউজ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক নায়ক মান্নার পাশেই চির নিদ্রায় শায়িত হলেন তার মা হাসিনা ইসলাম। রোববার বিকেল ৩টায় টাঙ্গাইলের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।
এ বিষয়ে মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, ‘আজ বাদ আসর মান্নার কবরের পাশেই দাফন করা হলো মাকে। ২০ বছর ধরেই মা, মান্নার পাশের এই জায়গাটা দেখে রেখেছেন। আগে থেকেই সবাইকে বলে গেছেন, মান্নার পাশেই যেন তাকে দাফন করা হয়।’
১৯৯৭ সালে মারা গেছে তার স্বামী নূরুল ইসলাম তালুকদার। ছোট ছেলে মান্না না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ২০০৮ সালে। মান্না মারা যাওয়ার এক বছর পরই মারা যান তার ছোট বোন শাম্মি আক্তার। আজ থেকে তিন বছর আগে মারা যান তার বড় ছেলে প্রিন্স তালুকদার পান্না। স্বামী আর তিন সন্তানকে হারিয়ে একদম একা হয়ে গিয়েছিলেন তিনি।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে নায়ক মান্না মৃত্যুবরণ করেন। টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রাম এলেঙ্গায় মান্নাকে সমাহিত করা হয়। হাসিনা ইসলামের কথা মতো মান্নার পাশেই দাফন করা হলো তার মাকে।