
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি দমনের মতো মাদক নির্মূল ও নিরাপদ সড়কে গড়ে তোলার জন্য পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) সকালে সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১১টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এবারের পুলিশ সপ্তাহে প্যারেড অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সদর দফতরের এআইজি আবিদা সুলতানা।
তার নেতৃত্বে পরিচালিত প্যারেডে অংশ নিয়েছে সহস্রাধিক পুলিশ সদস্য। পুলিশ সপ্তাহ ২০১৯ এর মূল প্রতিপাদ্য-‘পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গি নির্মূল করি’। পরে পুলিশ সপ্তাহ উপলক্ষে বিগত ২০১৮ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার রেকর্ডসংখ্যক ৩৪৯ জনকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করেন।