
নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মির্জা আল মাহমুদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মির্জা আল মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটির বিরুদ্ধে অবস্থান নেয়ায় ফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। একই কারণে বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেয়া হয়েছিল। জবাব সন্তুষ্ট না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।