
নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের গুলআহম্মদ এলাকায় শওকত হোসেন(৩৪) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শওকতের অনুসারীরা রাত সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। আধঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত শওকত উপজেলার কুমিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলীপাড়ার বাসিন্দা। সে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় শিবির নেতাকর্মীরা শওকতকে কুপিয়ে আহত করেছে বলে তিনি শুনেছেন। তবে কি কারণে কুপিয়েছে তা তিনি জানেন না। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা কিরিচ, চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে শওকতকে কুপিয়ে জখম করে। শওকতের মাথায় বড় ক্ষতের সৃষ্টি হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শওকতের অনুসারীরা মহাসড়কে ১০ মিনিটের মতো অবরোধ করেছিল। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।