নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমার ক্ষেত্রে যা করার করেছে; কিন্তু এটিএম কামালের মতো নেতাকে বহিষ্কার করা আত্মঘাতী সিদ্ধান্তের সামিল। কারণ বিএনপি করতে গিয়ে ত্যাগী এটিএম কামাল বহুবার মৃত্যুকে আলিঙ্গন করেছেন। আরেকজন এটিএম কামাল সৃষ্টি করা নারায়ণগঞ্জে খুবই কঠিন হবে।
মঙ্গলবার বিএনপি থেকে বহিষ্কার করার পর বুধবার বেলা ১১টার দিকে নগরীর মাসদাইর এলাকায় নিজ বাড়িতে গণমাধ্যমের সামনে নিজের অভিমত ব্যক্ত করেন তৈমুর আলম খন্দকার। এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের বহিষ্কার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
তৈমুর আলম বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান থাকবে কেউ ইভিএম মেনে নিবেন না। এটা ভোট ডাকাতের বাক্স। আমাদের দেশের আমলাতন্ত্র মেরুদণ্ডহীন।ঔপনিবেশিক প্রশাসনিক আমলের আদলে চলছে এখনও। তাদের পক্ষ থেকে নিরপেক্ষ ভূমিকা আশা করা যায় না। ইভিএমএ নির্বাচনে গেলে কোনোভাবেই ভোট ডাকাতি রুখতে পারবে না জনগণ।