
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ আদেশ দেন বলে জানিয়েছেন আবু সাঈদের আইনজীবী সামশাদ বেগম।
সামশাদ বেগম বলেন, ২০১৫ সালের ৫ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে মিছিল বের করে বিএনপি। এ মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এতে আবদুল মজিদ নামের একজন মারা যান। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় আবু সাঈদকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ মামলায় আবু সাঈদ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চান তিনি। আদালত জামিন আবেদন নাকচ করে আবু সাঈদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা আছে বলে জানান তিনি।