
নাশকতা পরিকল্পনা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ।
সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া।
গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক আব্দুর রহমান বাবু।
ওসি একরাম বলেন, শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। পরে থানা পুলিশের টিম সেখানে গেলে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা দেয়। এ সময় সেখান থেকে আজিজুর রহমান আজিজ ও আব্দুর রহমান বাবুকে গ্রেফতার করা হয়। নাশকতা পরিকল্পনার মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।