
জোট বাঁধার জন্য বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন গণঅধিকার পরিষদের নেতারা। বৈঠকে নিজেদের মধ্যে একাত্মতা পোষণ করলেও সংলাপ শেষে দেখা দিয়েছে বৈরীতা।
গত মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনৈতিক প্রস্তাব’ শিরোনামের মতবিনিময় সভায় কথা বলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য গড়তে তুলতে চাই, সেই ঐক্যে নির্যাতিত দল হিসেবে বিএনপিকে সঙ্গে রাখতে পারি ‘
একথা বলেই থেমে থাকেননি নুর। তিনি আর বলেন, বিএনপিকে আমরা সঙ্গে রাখবো ঠিকই কিন্তু তাদের হাতে কখনো ক্ষমতা ছাড়বো না। কেননা ওদের চরিত্রের ঠিক নেই।’
নুর আরও বলেন, ‘বিএনপিকে আমরা ক্ষমতায় থাকতেও দেখেছি। এই দল ক্ষমতায় থাকলে জনগণের কিছুই হবে না। বিএনপি ৯৬ সালে এককভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল। ওদের মধ্যে স্বৈরতন্ত্রের ভূত আছে।’
এসব কথা বলার পরদিন বুধবার নুর ও রেজা কিবরিয়ার সঙ্গে সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আজকে গণঅধিকার পরিষদের সঙ্গে আলোচনায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। তারা আমাদের সঙ্গে সবগুলো বিষয়ে একইমত ধারণ করেন। আমরা একমত হয়েছি আমরা যুগপৎভাবে আন্দোলন চালিয়ে যাবো।
আর নুর জানান, দেশের চলমান সংকটে রাজনৈতিক দলগুলোর করণীয় নিয়ে আলোচনা হয়েছে। চলমান সংকটকে যেভাবে আমরা দেখি তাতে বিএনপির সঙ্গে আমাদের খুব একটা পার্থক্য নেই। আজকের আলোচনায় আমাদের ১০টা বিষয় ছিল, সেই ১০টা বিষয়ে আমরা একমত পোষণ করেছি।
কিন্তু সংলাপ শেষে নুর আবারও বলেন, বিএনপিকে সঙ্গে রাখতে চাচ্ছি মানে এই নয় যে তাদেরকে নেতৃত্ব দেবো। আমরা আমাদের আন্দোলনের ক্ষমতা কখনোই বিএনপিকে দেবো না। কেননা অনেক ভণ্ড নেতার কারণে শেষমেষ আমাদের আন্দোলনও হারিয়ে যাবে। তাই ওরা চাইলে আমাদের পিছনে থাকতে পারে। সামনে আসার সুযোগ নেই।
এদিকে নুরের বক্তব্য শুনে চরম ক্ষেপেছেন মির্জা ফখরুল। তিনি দলের অন্যান্য সিনিয়র নেতাদের জানিয়েছেন, নুরের এই ধৃষ্টতার জবাব দেবেন। আমরা তিনবারের সরকার গঠন করা দল, আর ওরা এখনও নির্বাচনেও যায়নি। ওরা আমাদের সামনে মুলা ঝুলালে আমরা তো সেটা ভুলবো না।
এ বিষয়ে রেজা কিবরিয়া জানান, আসলে আমরা এখনও গুছিয়ে উঠতে পারিনি। তাছাড়া রাজপথ গরম করার সঠিক উপায়গুলোও জানা নেই। তাই বিএনপিকে রেখেছি একটু জ্বালাও-পোড়াও শেখার জন্য। কিন্তু ওদের হাতে লিড চলে গেলে আমরা তো পেছনে পড়ে যাবো। তবে আবারও বসবো আমরা। তখন গুছিয়ে সিদ্ধান্ত নেবো ।