আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। আর সম্প্রীতি আছে বলেই দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, বিএনপি-জামায়াতের আমলে দেশে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল না। পূজায় মন্দিরে-বাড়ি ঘরে হামলা চালানো হতো। বর্তমানে দেশে যার যার ধর্ম সে সে পালন করছে, উৎসব করছে সব মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বশিরুল আলম মিয়াজি, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহজাহান খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু ফকির, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন আপন প্রমুখ।